8
মুন্সীগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে উপজেলা পর্যায়ে সদর, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং, টঙ্গীবাড়ি এ ছয় উপজেলার সাংবাদিকবৃন্দ এ প্রশিক্ষণে অংশ নেয়। মুন্সীগঞ্জ সার্কিট হাউসের সেমিনার এর কক্ষে ০৫ জানুয়ারি থেকে ০৭ মার্চ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সোহানা তাহমিনা।
এ সময় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।