1
শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার দুপুরে কুকুটিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ রেজাউল করিম রেজা সভাপতি ও মোঃ আক্তার হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ লুৎফর রহমান।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. সোহানা মহিউদ্দিন, এ্যাড. আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার মামুন, ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান সর্দার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিরুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ ডালু, যুগ্ম সম্পাদক মুন্সুর, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন, জীবন মৃধা, নাজির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, নাজমুল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলাইমান খান, কুকুটিয়া ইউপির চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন বাবু, তন্তর ইউপির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জল, জসিম রহমান।