1
শ্রীনগর প্রতিবেদ, ডেইলি মুন্সীগঞ্জঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় শুক্রবার অ্যাম্বুলেন্স ও মাইক্রোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দেলোয়ার হাওলদার (৫৫) নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি মাদারীপুরের শিবচর। তিনি মাইক্রা আরাহী।
এ সময় মাইক্রো ও অ্যাম্বুলেন্সর চারজন আহত হন। আহতরা হচ্ছেন মাইক্রো আরাহী আরজু আহমদ (৪০), আবুল হাসান (৩৬)। অ্যাম্বলেন্সের চালক নাসিম (২৮) ও আরাহী বাবু (২১)। আহত আরজু ও আবুলের বাড়ি টাঙ্গাইলের মধুপুর, নাসিমের বাড়ি গোপালগঞ্জ ও বাবুর বাড়ি বরগুনা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হাসন জানান, সকাল ৬ টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাছিল। উল্টো পথে একটি মাইক্রো মুন্সীগঞ্জর মাওয়ার দিক যাছিল। পথিমধ্য শ্রীনগর উপজলার ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় মাইক্রো ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত ঘটনাস্থলেই মারা যান মাইক্রো আরাহী দলায়ার হাওলাদার।