5
ডেস্ক রির্পো, ডেইলি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সন্দেহে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো ২জনের মধ্যে এক জন পরীক্ষা না করাতে পেরে ফেরত এসেছে অপরজন পালিয়েছে।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র কৃষক মোকাজ্জল হোসেন (৪৫) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্যাণপুর গ্রামের সৃজন মিয়ার পুত্র দিনমজুর শিমু (২৩) করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়। তাদের মধ্যে হাসার গাঁওয়ের মোকাজ্জল পরীক্ষা করাতে না পেরে ফেরত আসে। কিন্তু শিমু ঢাকা মেডিকেলে না গিয়ে পালিয়ে যায়। সে উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতো।
করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীনগরে ২ জন করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে।