5
করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে।এতে করে দৈনন্দিন খেটে খাওয়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বধ্যতামুলক কর্মবিমুখ হয়ে নিজ নিজ বাড়িতে আটকা পড়েছে। আয়-উপার্জনহীন এসব মানুষদের অভাব এখন নিত্যদিনের সঙ্গী।তাই মানুষের এই দূর দিনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রথিত ধাপে প্রায় ১৬০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ১২ মেট্রিক টন চাল ও নগদ ৮ লক্ষ টাকা বিতরণ করেছে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও সমাজসেবক রফিকুল ইসলাম বাবু।
৫ মে হতে ১৭ মে প্রর্যন্ত চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
রফিকুল ইসলাম বাবু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা করোনা ভাইরাসে কারণে অসহায় মানুষের পাশে দারিয়েছি যারা ঘরে ঘরে চাল ও নগদ অর্থ পাঠিয়ে দিয়েছি যাতে কিছু টা হলে মানুষের উপকার হবে আমি মানুষের পাশে আছি ও থাকব।