1
শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে মামলা করায় বাদীর লোকজনের উপর হামলা করেছে প্রতিপক্ষ। এতে ২ নারী সহ আহত হয়েছে ৬ জন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে শ্রীনগর উপজেলার মধ্য সেলামতি গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় একটি জমি নিয়ে হাশেম চৌকিদারের সাথে মোহাম্মদ শাহিনের বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে তা উভয়কে বুঝিয়ে দেয়।
বেশ কিছুদিন আগে হঠাৎ করে হাশেম চৌকিদার সেই পরিমাপ অমান্য করে জবর দখল শুরু করে। এর প্রতিবাদ করতে গেলে হাশেম চৌকিদার লোকজন নিয়ে শাহিনের পরিবারের উপর হামলা চালায়।
এঘটনায় শাহীনের পরিবার শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হাশেম চৌকিদারের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত মঙ্গলবার মামলা করার জের ধরে হাশেম চৌকিদারের ছেলে লিটন ও বকরের নেতৃত্বে ওই এলাকার হিরু, লিয়ন, জাকির, মনির, আমিরসহ বেশ কয়েকজন পুনরায় শাহিনের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে সামাদ খাঁন,
মোহাম্মদ শাহিন, সোলায়মান, রুবেল, সুমা ও রোজিনা আহত হয়। গুরুতম অবস্থায় শাহিন ও সোলায়মানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোঃ আশিক বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।