5
শ্রীনগর প্রতিবেদক, ডেইলি মুন্সীগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্নেহের পুত্র শেখ রাসেলের নামে জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে গড়া প্রাণের সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্রীনগর উপজেলা শাখা পক্ষ থেকে করোনা মোকাবেলায় কর্মহীন অসহায় পরিবারের লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ লা এপ্রিল বুধবার শ্রীনগর, পাটাভোগ ইউনিয়নের লোকজনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। অসহায় প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন,১ কেজি তেল ও করোনা ভাইরাস রোধে হাত ধুয়ার জন্য ১টি করে সাবান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মশিউর মামুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রীনগরে উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক, শেখ অহিদ জিন্সসহ অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন সভাপতি আল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ, প্রচার সম্পাদক, আলভি শেখ প্রমুখ।