8
শ্রীনগরে বিষধর সাপের কামড়ে আঁখি বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলা গ্রামে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
আঁখি বেগম ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রান্না কাজে পাশের ঘরে লাকড়ী আনতে যায় আঁখি বেগম। এ সময় লাকড়ীর স্তুপে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে কামড় দিলে স্থানীয় এক ওঝার কাছে তাকে নিয়ে যাওয়া হয়।
ওঝা ঝার-ফুক দিয়ে গৃহবধূর হাতের বাঁধ ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরে সে অসুস্থ পরে। পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যায়। মনির হোসেনের ভাতিজা মো. জাকির হোসেন লস্কর বলেন,
গুরুতর অবস্থায় তাকে মিটফোর্ড সলিমুল্লাহ্ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাচীকে মৃত ঘোষণা করেন।