5
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদেরকে উদ্ধার করে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের মো: রমজান মুন্সীর সাথে তার চাচাতো ভাই সাহাবুদ্দিন মুন্সীর সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘ দিন ধরে। আজ সেই সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছে।
সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।