5
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মো. লিলু মিয়া, আলিম উদ্দিন, আয়নাল হক, মো. রাজিব। এ সময় ২ শতাধিক টেটা এবং বেশ কিছু রামদা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব চান্দের চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কামিজুদ্দিন কামু ও ইসরাফিল ও লিলু মিয়ার বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টেটা ছোঁড়াছুড়ি হয় এবং বাড়ি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পিয়ারআলী, রুস্তম আলীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসব তথ্য দিয়ে সিরাজদিখান থানার ওসি মো ফরিদ উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।