3
সিরাজদিখানে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২২ ডিসেম্বর রাত ১টা ১০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রাম থেকে মৃত মালেক বেপারীর ছেলে আসামী আওলাদ হোসেন (৫২) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মো: ইমরান খান, এএসআইএস হাসিবুল হাসান, এএসআই মাহমুদুল হাসান, ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মামুন মিয়া জানান, মামলার পর থেকে আসামী পলাতক ছিলো।আসামীকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সর্ব উচ্চ ব্যবহার করে মোবাইল ট্রাকিং করে গ্রেফতার করে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি।