1
নিজস্ব প্রতিবেদক, ডেইলি মুন্সীগঞ্জঃ নবেল করুনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ মেনে মুন্সীগঞ্জের সদর উপজেলার ভিটিসিলমন্দি এলাকাবাসীর উদ্যোগে রাস্তার মেইন পয়েন্টে বন্ধ করে দিয়ে লকডাউন করে দিয়েছে পুরু এলাকা।
মঙ্গলবার(৭ই এপ্রিল) সকালে এলাকার যুবক ছেলেদের উদ্যোগে ভিটিসিলমন্দি ও রুহিতপুর হিন্দুপাড়ায় যাওয়া আসার ৬টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়।
৪শত পরিবারের লোক এলাকার ভিতরে আসা ও বাহিরে যাওয়ার রিক্সার চলাচল বন্ধ করে দিয়েছেন। বাহিরের কোন লোক এলাকায় আসলে এবং এলাকার লোক জরুরী কোন কাজ না থাকলে তকে বাড়ীর বাহিরে যাওয়া থেকে বিরত রাখছেন।
এলাকাবাসীর উদ্যোগে একযোগে কাজ করছেন ভিটি সিলমন্দির আ:মজিদ দেওয়ান, নজরুল ইসলাম হালদার, মিজানুর মোল্লা,আনিছ মোল্লা, সোহেল মোল্লা, শ্যামল, ফিরোজ, মহসিন প্রমূখ।
এ ব্যাপারে আ: মজিদ দেওয়ান জানান, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আমরা এলাকার মানুষদের মঙ্গলের জন্য যে কোন সরকারী পদক্ষেপ মেনে চলবো।আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।