8
মুন্সীগঞ্জ হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাইব্রেরির পাঠ কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়।
হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন পাঠাগারের সহসভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মো. আশরাফ-উল-ইসলাম,অ্যাডভোকেট নাছির-উজ্জামান, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন দেওয়ান,অভিজিৎ দাস ববি, কাজী আফজাল হোসেন নিটু,পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল ও আনোয়ার হোসেন।