5
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে মাদকের ছড়াছড়ি। এই গ্রামে নাকি হাত বাড়ালে পাওয়া যায় মাদক। মহামারি করোনা কে তোয়াক্কা না করে চলছে গ্রামে মাদক বেচাকেনা।
শোলারচর গ্রামে ভিড় করছে আশেপাশের ইউনিয়নের মাদকসেবীরা । হাত বাড়ালে পাওয়া যায় ইয়াবা। গ্রামের লোকজন নাম না প্রকাশ করা শর্তে বলেন, গ্রামের মাহবুর ভূইয়া ছেলে ইলিয়াস (৩০) মাদক কারবার নিয়ন্ত্রণ করে।
এ ছাড়া ইলিয়াসের সহযোগী হিসেবে গ্রামের রুহুল দেওয়ানের ছেলে ফরিদ (২৫) ও মুছা দেওয়ানের ছেলে মনছুর (২৩) মাদক বেচাকেনা করে। ইলিয়াস বলেন, আমি বিয়ের আগে করতাম। এখন করি না? এলাকাবাসী আমার নামে মিথ্যা কথা বলে। আমি এখন ট্রলি চালাই কাজ করি।
এ বিষয় আধারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মো: মজিবুর ভূইয়া যোগাযোগ করলে তিনি জানান,ও আমার ভাতিজা। আগে করতো এখন করে না।