8
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এডভোকেট নাজমা আক্তার নীরা।
মঙ্গলবার বিকেল দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মনোনয়ন ফরম জমা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌর পৌর সভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান রাজিব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমির রাজন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জজ কোটের এডভোকেট শিল্পী আক্তার, এডভোকেট নাসিমা আক্তার, এডভোকেট বিউটি আক্তার,মিজানুর রহমান নাসির,কাউসার আহম্মেদ সুমন,হাবুসহ তিন শতাধিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।