Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

৩৭ বছরের পুলিশ জীবন থেকে অবসর নিলেন ইউনুচ আলী

অনলাইন ডেস্ক
আপডেট সময় : Tuesday, November 17, 2020
৩৭ বছরের পুলিশ জীবন থেকে অবসর নিলেন ইউনুচ আলী

5

দীর্ঘ ৩৭ বছরের কর্মময় পুলিশ জীবন থেকে অবসর নিলেন জনাব মোঃ ইউনুচ আলী। ১৯৮৩ সালে দেশ সেবার ব্রত নিয়ে এসেছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগে। কনস্টেবল হিসেবে যোগদান করলেও পদোন্নতি সূত্রে ইন্সপেক্টর হিসেবে গতকাল শেষ কর্মদিবস ছিল তাঁর। অত্যন্ত দক্ষ এবং মেধাবী এ পুলিশ কর্মকর্তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে কর্ম সম্পাদন করেছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সফলতার সাথে এক বছর চাকুরি করেছেন। সফলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আইজিপি ব্যাচ।

আজ শেষ কর্মদিবসে বিদায় নিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে। সুদীর্ঘ কর্মময় পেশাগত জীবনে তিনি অনেক অবদান রেখেছেন পুলিশ বিভাগে। আজ জেলা বিশেষ শাখার পক্ষ থেকে তাঁকে শেষ কর্মদিবসের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় তাঁকে সুসজ্জিত গাড়িযোগে পৌঁছে দেয়া হয় নিজ বাসায়। এছাড়াও জেলা পুলিশের পক্ষ তাঁকে আগামী কল্যান সভার মাধ্যমে বৃহৎ পরিসরে বিদায় সংবর্ধনা প্রদানের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মহোদয়। পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইউনুচ আলীর অবদান বাংলাদেশ পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্মরণে রাখবে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares